গ্রামেও উদ্যোক্তা তৈরিতে সবাইকে বিদ্যুতের আওতায় আনা হবে: জ্বালানি প্রতিমন্ত্রী

|

বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী নসরুল হামিদ। ফাইল ছবি।

গ্রামীণ অঞ্চলে উদ্যোক্তা তৈরির প্রচেষ্টা অব্যাহত রাখতে সবাইকে বিদ্যুৎ সেবার আওতায় আনা হবে বলে জানিয়েছেন জ্বালানি প্রতিমন্ত্রী নসরুল হামিদ। শনিবার (২৬ জুন) সকালে ‘গ্রামীণ জীবনমান উন্নয়নে বিদ্যুৎ শক্তি’ বিষয়ক অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এই কথা বলেন।

জ্বালানি প্রতিমন্ত্রী নসরুল হামিদ বলেন, গ্রামীণ জনগণকে অর্থনৈতিক কর্মকান্ডে সম্পৃক্ত রাখতে চায় সরকার। এতে সুষম উন্নয়ন নিশ্চিত হবে। বিদ্যুৎ সুবিধা দ্রুত পৌঁছনো সম্ভব হলে ‘আমার গ্রাম-আমার শহর’ কার্যক্রম এগিয়ে যাবে।

প্রতিমন্ত্রী আরও বলেন, দারিদ্র বিমোচনে, ক্ষুদ্র উদ্যোক্তাদের উৎসাহিত করতে করপোরেট প্রতিষ্ঠানগুলোকেও এগিয়ে আসতে হবে। দক্ষতা উন্নয়নে সরকার গুরুত্ব দিচ্ছে উল্লেখ করে তিনি বলেন, এর ফলে নারী ও পুরুষরা সমভাবে কারিগরি দক্ষতা অর্জনের সুযোগ পাচ্ছেন।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply