রোনালদোর উদযাপনে বিরক্ত হাঙ্গেরি কোচ

|

পর্তুগীজ সুপারস্টার ক্রিস্টিয়ানো রোনালদোর গোল উদযাপনে বিরক্ত হয়েছেন হাঙ্গেরির কোচ মার্কো রসি। ইউরো-২০২০ এ একের পর এক রেকর্ড করে যখন উড়ছেন সিআরসেভেন তখনই তাকে কটাক্ষ করলেন কোচ রসি। এমনকি রোনালদোকে কখনো কখনো বিরক্তিকর লাগে বলে মন্তব্যও করেছেন তিনি।

তবে রোনালদোর প্রশংসা করতেও কার্পণ্য করেননি তিনি। মূলত হাঙ্গেরির বিরুদ্ধে পেনাল্টি থেকে গোল করার পর রোনালদোর ট্রেডমার্ক উদযাপনটা ভালো লাগেনি রসির।

গাজেত্তা দেল্লো স্পোর্তকে দেয়া এক সাক্ষাৎকারে মার্কো রসি বলেন, রোনালদো একজন চ্যাম্পিয়ন খেলোয়াড়। কিন্তু তাকে মাঝেমাঝে বিরক্তকরও মনে হয়। পেনাল্টিতে গোল করার পর তার উদযাপন দেখে মনে হয়েছে তিনি গ্রুপ পর্বে না, গোল করেছেন ইউরোর ফাইনালে। মানুষ কিন্তু এসবও খেয়াল করে।

উল্লেখ্য, আলী দাইয়ির ১০৯ টি আন্তর্জাতিক গোলের রেকর্ডকে স্পর্শ করেছেন ক্রিস্টিয়ানো রোনালদো। আর ইউরোর গ্রুপ অব ডেথ থেকে জার্মানির সাথে শেষ ম্যাচে ২-২ গোলে ড্র করে বিদায় নিয়েছে হাঙ্গেরি।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply