পাকিস্তানে খেলতে চায় নিউজিল্যান্ড ক্রিকেট দল

|

আসন্ন আইসিসি টি-২০ বিশ্বকাপের প্রস্তুতির অংশ হিসেবে নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ড ১৮ বছর পর পাকিস্তান সফরের ইচ্ছা প্রকাশ করেছে।

নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ডের প্রধান নির্বাহী ডেভিড হোয়াইট জানান, ১৮ বছর পর পাকিস্তান সফর করতে আগ্রহী নিউজিল্যান্ড। এই সফর নিয়ে
ইতোমধ্যে পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) সাথে আলোচনা শুরু করেছে।

তিনি আরও জানান, নিউজিল্যান্ড অক্টোবরে-নভেম্বর মাসে পাকিস্তান সফরের পরিকল্পনা করছে। টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতি হিসাবে এই সফরে কেবল টি-টোয়েন্টি ম্যাচ হবে। তবে নিউজিল্যান্ডের পাকিস্তান সফরের সময়সূচি এখনও চূড়ান্ত হয়নি।

সর্বশেষ ২০০৩ সালে শেষ বার পাকিস্তান সফর করেছিল নিউজিল্যান্ড ক্রিকেট দল। ক্রিস কেয়ার্নসের নেতৃত্বে সেই সিরিজে পাকিস্তানের কাছে পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজে হেরেছিল কিউরা।

২০০৯ সাল থেকে শ্রীলঙ্কা ক্রিকেট দলের উপর সন্ত্রাসী হামলার ঘটনায় আন্তর্জাতিক ক্রিকেট নিষিদ্ধ হয় পাকিস্তানে। এরপর ২০১৫ সালে জিম্বাবুয়ে সফরের মাধ্যমে আবারও ক্রিকেট ফিরে দেশটিতে। এছাড়াও, ২০০৯ সালে আক্রমণের শিকার হওয়া শ্রীলঙ্কা ক্রিকেট টিম ২০১৯ সালে দু’বার পাকিস্তান সফর করেছিল। গত বছর বাংলাদেশও দুই দফায় দেশটি খেলতে গিয়েছিল।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply