বয়স্কদের প্রতিবছর বুস্টার ডোজ প্রয়োজন: ডব্লিওএইচও

|

আজ দেশজুড়ে টিকাদান কার্যক্রম শুরু

করোনাভাইরাসের উচ্চ ঝুঁকিতে থাকা এবং বয়স্কদের মৃত্যুহার হ্রাসে প্রতিবছর ‘বুস্টার ডোজ’ দেয়া প্রয়োজন বলে জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিওএইচও)। ডব্লিওএইচও’র এক প্রতিবেদন অনুসারে এ তথ্য প্রকাশ করেছে বার্তা সংস্থা- রয়টার্স।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রকাশিত ওই প্রতিবেদনে বলা হয়, সাধারণ মানুষদের জন্য প্রতি দু’বছর অন্তর ভ্যাকসিনের তৃতীয় বা বুস্টার ডোজ গ্রহণের প্রস্তাব রেখেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। অবশ্য কিভাবে প্রস্তাবটির বাস্তবায়ন সম্ভব- তার কোন উল্লেখ নেই সে প্রতিবেদনে।

নিত্য-নতুন করোনা ভ্যারিয়েন্টের হুমকি ঠেকাতে টিকাও হালনাগাদ হওয়া প্রয়োজন- এমন তাগিদ রয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থার। উচ্চ সংক্রমণ রোধে আগেই ভ্যাকসিন উৎপাদনকারী প্রতিষ্ঠান মডার্না, ফাইজার ও বায়োএনটেক বুস্টার ডোজের প্রয়োজনীয়তার কথা বলেছিলো।

ঐ নথিতে আরও বলা হয়, ২০২২ সালে বিশ্বজুড়ে ১২শ’ কোটি ডোজ টিকা উৎপাদিত হতে পারে। যদিও এর স্বপক্ষে নেই কোন তথ্য-প্রমাণ।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply