দেশে দরিদ্র মানুষের হার সাড়ে ২০ শতাংশ

|

দেশে দরিদ্র মানুষের হার এখন সাড়ে ২০ শতাংশ। যা মোট জনসংখ্যার প্রায় সাড়ে ৩ কোটি। দেশের মোট জনসংখ্যা এখন ১৬ কোটি ৯১ লাখ ১ হাজার।

সোমবার সকালে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) ২০২০ সালের জরিপে এ তথ্য উঠে এসেছে।

বিবিএস জানায়, দেশের দরিদ্র মানুষের হার সাড়ে এখন ২০ শতাংশ। আর হত দরিদ্রের হার সাড়ে ১০ শতাংশ। স্বাস্থ্য ও শিক্ষা খাতে উন্নয়নের ধারা অব্যাহত আছে। জনবহুল দেশ হওয়া সত্ত্বেও জনসংখ্যা নিয়ন্ত্রণে বাংলাদেশের সাফল্য আছে। একজন মা এখন গড়ে দু’টি সন্তান জন্ম দেন বলেও জানায় বিবিএস।

বিবিএস আরও জানায়, ১৫ বছর ও তার উপরের জনসংখ্যার শিক্ষার হার এখন ৭৫ দশমিক ৬ শতাংশ। আর ১৫ বছর ও তার উপরের জনসংখ্যার ইন্টারনেট ব্যবহারকারীর হার সাড়ে ৪৩ শতাংশ।

ইউএইচ/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply