ডিজিটাল হাটে এবার এক লাখ পশু বিক্রি হবে: মেয়র আতিক

|

এবারের কোরবানির ঈদে অনলাইন হাটে এক লাখ পশু বিক্রি হবে বলে আশা প্রকাশ করেছেন ঢাকা উত্তর সিটির মেয়র আতিকুল ইসলাম।

রোববার দুপুরে ডিজিটাল হাট প্ল্যাটফর্ম উদ্বোধনের একটি ভার্চুয়াল অনুষ্ঠানে মেয়র আতিক এ কথা বলেন।

তিনি বলেন, গেলো বছর মাত্র আড়াই সপ্তাহে অনলাইন হাটে ২৭ হাজার পশু বিক্রি হয়েছিল। এবার তাই মহামারির ঝুঁকি এড়াতে নতুন আঙ্গিকে পশুর হাটের ওয়েবসাইট নিয়ে আসা হয়েছে। ডিজিটাল হাটে পশু ক্রয় করে ক্রেতারা যাতে প্রতারিত না হন, সেজন্য লেনদেন হবে বাংলাদেশ ব্যাংকের মাধ্যমে। ক্রেতা সন্তুষ্ট হলেই কেবল ব্যাংক থেকে টাকা ছাড় হয়ে পাবেন বিক্রেতা।

অনুষ্ঠানে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম বলেন, সারা দেশে ১ কোটি ১৯ লাখ পশু প্রস্তুত আছে কোরবানির জন্য।

ইউএইচ/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply