বিচ্ছেদ ঘোষণার পরে আমির-কিরণের হাতে হাত দিয়ে খুশি থাকার বার্তা

|

বিচ্ছেদ ঘোষণার পরে আমির-কিরণের হাতে হাত দিয়ে খুশিই থাকার বার্তা

দাম্পত্য জীবনের বিচ্ছেদ ঘোষণার পরে আমির-কিরণের বন্ধুত্ব এখনও ‘অটুট’। অনুরাগীদের এক ভিডিও বার্তায় আমির খান এবং কিরণ রাও হাতে হাত দিয়ে এ কথাই বলেন।

অনুরাগীদের উদ্দেশে অভিনেতা বলেছেন, আপনাদের নিশ্চয়ই দুঃখ হয়েছে, ভালো লাগেনি। খবরটা জেনে হয়তো অনেকে অবাকও হয়েছেন। কিন্তু আপনাদের জানাতে চাই, আলাদা হয়ে গেলেও আমরা খুশি এবং এখনও একই পরিবারের অংশ।

এর পরেই পাশে চুপ করে বসে থাকা কিরণের হাত ধরে আমিরের আশ্বাস, সম্পর্কে পরিবর্তন এলেও একে অপরের সঙ্গেই রয়েছেন তারা।

আমির-কিরণের ভিডিওটি দেখতে এখানে ক্লিক করুন

আমির আরও বলেন, আপনারা আমাদের নিয়ে চিন্তা করবেন না। আমরা যাতে খুশি থাকতে পারি, সেই প্রার্থনা করুন। পুরো ভিডিওতে কিরণ একটি কথাও বলেননি। তবে তার সম্মতি সূচক হাসি বুঝিয়ে দিয়েছে আমিরের কথার সঙ্গে সহমত তিনি।

এদিকে বিচ্ছেদের খবরে অনুরাগীদের কাছ থেকে একের পর এক বার্তা পাচ্ছেন আমির-কিরণ। এমনই সময় তারকা দম্পতির একটি ভিডিও বার্তা ছড়িয়ে পড়েছে নেটমাধ্যমে। বলিউডের এক পাপারাজ্জির ইনস্টাগ্রামে পোস্ট করেছিলেন ভিডিওটি। জীবনের মোড় ঘোরানো সিদ্ধান্তের পরেও তাদের সহজ সমীকরণ চোখে পড়ে।

শনিবারের যৌথ বিবৃতিতেও একই কথা জানিয়েছিলেন আমির এবং কিরণ। বিবাহবিচ্ছেদকে তাদের সফরের শেষ হিসবে নয়, বরং নতুন এক সফরের শুরু হিসেবে দেখতে অনুরোধ করেছেন অনুরাগীদের।

মা-বাবা হিসেবে ছেলের আজাদের সমস্ত দায়িত্ব পালন করবেন তারা। ব্যক্তি জীবনের সিদ্ধান্তের আঁচ পড়বে না পেশাগত ক্ষেত্রেও।

ভিডিও বার্তায় আমির জানিয়েছেন, ‘পানি ফাউন্ডেশন’-এর সমস্ত কাজ তিনি এবং কিরণ করবেন। মহারাষ্ট্রের কৃষকদের জন্য এবং খরায় ক্ষতিগ্রস্ত বিভিন্ন অঞ্চলকে সাহায্য করতে ‘পানি ফাউন্ডেশন’ তৈরি করেন আমির এবং কিরণ। তার কথায়, ‘পানি ফাউন্ডেশন আমার এবং কিরণের কাছে আমাদের সন্তান আজাদের মতো। আমরা সারা জীবন একই পরিবারের অংশ হিসেবেই থাকবো।’

গত শনিবার যৌথ বিবৃতির মাধ্যমে ব্যক্তি জীবনের সিদ্ধান্তের কথা প্রকাশ্যে আসতেই নেটমাধ্যমে প্রশ্নের বন্যা। হন্যে হয়ে ১৫ বছরের দাম্পত্য ভাঙার নেপথ্যে কারণ অনুসন্ধানে ব্যস্ত অনুরাগীদের একাংশও। তেমনই সময় এলো এই ভিডিও।

এনএনআর/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply