মুন্সিগঞ্জে আশ্রয়ণ প্রকল্পে অনিয়ম, এসি ল্যান্ড এবং নির্বাহী ম্যাজিস্ট্রেট ওএসডি

|

মুন্সিগঞ্জ প্রতিনিধি:

মুন্সিগঞ্জ সদরে মুজিববর্ষে প্রধানমন্ত্রীর উপহার আশ্রয়ণ প্রকল্পের আওতায় ভূমিহীনদের ঘর নির্মাণে অনিয়ম ধরা পড়ায় তড়িঘড়ি করে চলছে সংস্কার কাজ। এক মাস না যেতেই ঘরগুলোর দেয়াল, মেঝে ও পিলারে ফাটল ধরেছে। প্রধানমন্ত্রীর কার্যালয়ের কর্মকর্তাদের হস্তক্ষেপে সম্প্রতি ক্ষতিগ্রস্ত ঘরগুলো সংস্কার শুরু হয়েছে। অন্যদিকে আশ্রয়ণ প্রকল্প বাস্তবায়নকালীন দায়িত্বরত মুন্সিগঞ্জ সদরের সহকারী কমিশনার (ভূমি) এবং নির্বাহী ম্যাজিস্ট্রেটকে দায়িত্বে অবহেলা ও অনিয়মের অভিযোগে ওএসডি করা হয়েছে।

ঘটনাস্থলে গিয়ে দেখা যায়, দেওয়ানকান্দি এলাকার ৭৭টি ঘরের সবগুলোর অবস্থায় বেহাল। দেয়াল-মেঝে-পিলারে ফাটল ধরায় তৈরি হয়েছে চরম ঝুঁকিপূর্ণ অবস্থা।

উপকারভোগীরা বলছেন, উঠতে না উঠতেই জরাজীর্ণ দশা ঘরগুলোর। কোনদিন মাথায় ভেঙে পড়ার আশঙ্কাও করছেন অনেকে।

মুন্সিগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মৃণাল কান্তি দাস ক্ষতিগ্রস্ত ঘরগুলোকে অনতিবিলম্বে সংস্কার করার আশ্বাস দিয়েছেন, তিনি জানিয়েছেন, বর্তমান সংস্কার কার্যক্রম শেষ হলেই উপকারভোগীরা আবার এসব ঘরে বসবাস করতে পারবে।

তবে প্রধানমন্ত্রীর উপহার এসব ঘর গৃহহীন মানুষের কাছে স্বপ্ন। তাই বাধ্য হয়ে ঝুঁকি নিয়েই বসবাস করছেন তারা।

মুন্সিগঞ্জ সদরে প্রথম ধাপে ১০০ টি ঘর বরাদ্দ দেয়া হয়। দ্বিতীয় ধাপে ২০০ টি বরাদ্দ মিললেও বেশিরভাগই নির্মাণাধীন।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply