এখনও নিয়ন্ত্রণে আসেনি সেজান ফুড ফ্যাক্টরিতে লাগা আগুন, নিহত ২

|

সেজান ফুড ফ্যাক্টরিতে আগুন: এখনও নিয়ন্ত্রণে আসেনি আগুন, নিহত ২

ছবি: সংগৃহীত

এখনও নিয়ন্ত্রণে আসেনি নারায়ণগঞ্জের রূপগঞ্জে সেজান ফুড ফ্যাক্টরিতে লাগা ভয়াবহ আগুন। বৃহস্পতিবার বিকাল ৫টায় লাগা এই আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ১৭টি ইউনিট। শেষ খবর পর্যন্ত দুই নারীর মরদেহ উদ্ধার করা হয়েছে। আহত অর্ধশতাধিক শ্রমিককে ঢাকাসহ স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

শ্রমিক ও প্রত্যক্ষদর্শীরা জানায়, কর্ণগোপ এলাকায় সজিব কর্পোরেশনের কার্টোন ও ফুড ইউনিটের ছয় তলা ভবনের নিচ তলায় আগুনের সূত্রপাত। একপর্যায়ে আগুনের লেলিহান শিখা ছড়িয়ে পড়ে পুরো ভবনে। এসময় আতঙ্কে ছুটোছুটি শুরু করে শ্রমিকরা। কেউ কেউ অবস্থান নেয় ভবনের ছাদে। এসময় ছাদ থেকে নিচে লাফিয়ে পড়ে প্রাণ যায়, স্বপ্না রানী ও মিনা আক্তার নামের দুই শ্রমিকের। নিহত দু’জন কারখানার ওডি সেকশনে কাজ করতেন।

কারখানা কর্তৃপক্ষ জানিয়েছে, সেকশনের ৫টি ফ্লোরে ওভারটাইম কাজ করছিলেন শ্রমিকেরা।

ফায়ার সার্ভিস জানিয়েছে, যে কোন সময় কারখানার বয়লার বিস্ফোরণ হতে পারে তাই তাদেরকে ধীরগতিতে কাজ করতে হচ্ছে। এছাড়া আশেপাশে পানির উৎস না থাকায় আগুন নেভাতে বেগ পেতে হচ্ছে ফায়ার সার্ভিসকে।

এনএনআর/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply