বন্ধ ঘোষণার পরও ফেরিঘাটে যাত্রী ও প্রাইভেট কার পারাপার

|

বিধিনিষেধ উপেক্ষা করে গাড়ি ও যাত্রী পার হচ্ছে ফেরিতে।

বন্ধ ঘোষণার পরও যাত্রী ও প্রাইভেট কার পারাপার হচ্ছে ফেরিঘাটে।

শনিবার (১০ জুলাই) সকাল থেকে সড়কে পুলিশের চেকপোস্ট, ঘাট কর্তৃপক্ষের নির্দেশনা ও কঠোর বিধিনিষেধ উপেক্ষা করে শিমুলিয়া-বাংলাবাজার ঘাটে যাত্রী দেখা গেছে। বৃহস্পতিবার (৯ জুলাই) বিআইডাব্লিউটিসি থেকে বন্ধের নির্দেশনার পরও পদ্মা পার হতে দেখা যায় শতশত যাত্রী ও যাত্রীবাহী গাড়িকে।

ঘাট কর্তৃপক্ষ সূত্র জানায়, ঢাকা থেকে সড়ক পথে পুলিশের চেকপোস্ট উপেক্ষা করে যাত্রীরা ঘাটে আসছে। তাদের ফেরিতে ওঠা থামানো যাচ্ছে না। নির্দেশনা উপেক্ষা করে ফেরিতে নদী পার হচ্ছে তারা।

গতকাল বৃহস্পতিবার বিআইডাব্লিউটিসি এক বিজ্ঞপ্তি দ্বারা ফেরিতে যাত্রীবাহী সব ধরনের গাড়ি ও যাত্রী পরিবহন বন্ধের নির্দেশনা দেয়। তবে, কঠোর স্বাস্থ্যবিধি মেনে শুধু জরুরি পণ্যবাহী গাড়ি ও অ্যাম্বুলেন্স পারাপার করার অনুমতি আছে।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply