সন্ত্রাসবিরোধী অভিযানকে ঘিরে রণক্ষেত্রে পরিণত হয়েছে ভেনেজুয়েলার রাজধানী কারাকাস। দুইদিনে প্রাণ গেছে অন্তত ২৬ জনের, আহত প্রায় ৪০ জন। নিহতদের মধ্যে রয়েছেন চারজন পুলিশ কর্মকর্তা।
দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে এ তথ্য। বাকিরা গ্যাং সদস্য বলে ধারণা করা হচ্ছে। অভিযানে এ পর্যন্ত ২৪ হাজার রাউন্ডের বেশি গোলাবারুদসহ বিপুল পরিমাণ অস্ত্র উদ্ধার হয়েছে। বিভিন্ন গ্যাংয়ের আধিপত্যাধীন এলাকাগুলোতে মোতায়েন করা হয়েছে নিরাপত্তা বাহিনীর ৮ শতাধিক সদস্য। বাড়ি বাড়ি গিয়ে চলছে তল্লাশি। গ্যাংয়ের হাতে বন্দি অনেককে ইতোমধ্যে মুক্তও করা হয়েছে।
সম্প্রতি দেশটিতে ব্যাপক হারে বেড়েছে বিভিন্ন গ্যাংয়ের তৎপরতা। বিভিন্ন এলাকায় আধিপত্য বৃদ্ধিতে নানা ধরনের নৃশংসতা চালায় দলগুলো। গ্যাং নেতাদের বিষয়ে তথ্য দিলে ৫ লাখ ডলার পর্যন্ত পুরস্কারও ঘোষণা করা হয়েছে দেশটিতে।
Leave a reply