আজ থেকে সিটি করপোরেশন এলাকাগুলোতে মর্ডানার টিকা দেয়া শুরু

|

আজ থেকে সিটি করপোরেশন এলাকাগুলোতে মর্ডানার টিকা দেয়া শুরু

ছবি: সংগৃহীত

আজ থেকে সারা দেশে সিটি করপোরেশন এলাকাগুলোতে মর্ডানার টিকা দেয়া শুরু হয়েছে।

চট্টগ্রামে জেনারেল হাসপাতাল, মেডিকেল কলেজ হাসপাতালসহ ৯টি কেন্দ্রে টিকা দেয়া হচ্ছে। সকাল থেকেই কেন্দ্রগুলোতে ভিড় জমান শতশত মানুষ। পুরনো রেজিস্ট্রেশনকারীদের মোবাইলে মেসেজ না আসলেও টিকা দেয়া হচ্ছে।

বরিশাল নগরীর মা ও শিশু কল্যাণ কেন্দ্র, এনেক্স ভবনসহ ৬টি কেন্দ্রে দেয়া হচ্ছে মর্ডানার ভ্যাকসিন।

রাজশাহীতে মেডিকেল কলেজ হাসপাতালে দেয়া হচ্ছে মর্ডানার করোনার টিকা। এছাড়া, খুলনা, সিলেট, কুমিল্লাসহ অন্য সিটি করপোরেশন এলাকাগুলোতেও চলছে মর্ডানার টিকাদান।

এদিকে জেলা ও উপজেলা পর্যায়েও চলছে গণটিকাদান কার্যক্রম। এক্ষেত্রে দেয়া হচ্ছে চীনের সিনোফার্মের টিকা। কেন্দ্রগুলোতে টিকা নিতে সকাল থেকেই মানুষের লম্বা লাইন দেখা যায়।

এনএনআর/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply