২০৩০ বিশ্বকাপের যৌথ আয়োজক হতে চায় সৌদি আরব

|

ছবি: সংগৃহীত

ইতালির সাথে যৌথভাবে ২০৩০ বিশ্বকাপের আয়োজক হতে চায় সৌদি আরব। যদিও ২০৩০ সালে আয়ারল্যান্ডের সঙ্গে যৌথভাবে আয়োজক হতে চায় ইংল্যান্ডও। উরুগুয়েকে সাথে নিয়ে আর্জেন্টিনাও দাবি জানাবে টুর্নামেন্টটি আয়োজনের।

তবে এত এত দলের মধ্যেও সৌদি আরবের তোড়জোড় দৃষ্টি কাড়ছে আলাদাভাবে। ক্রীড়া জগতে নিজেদের ভাবমূর্তি ফেরাতে বিশ্বকাপ আয়োজন করার প্রচেষ্টা চালাচ্ছে সৌদি আরব। ক্রীড়াঙ্গনে প্রচুর টাকা ঢালছে তারা।

এরই মধ্যে ২০১৯ সালে হেভিওয়েট বক্সিংয়ের ওয়ার্ল্ড টাইটেল ম্যাচ, গলফের ইউরোপিয়ান ট্যুর, ফর্মুলা ওয়ানের রেস আয়োজন করেছে সৌদি। রিয়াল মাদ্রিদ, বার্সেলোনার মতো দল খেলে এসেছে স্প্যানিশ সুপার কাপ। বাদ যায়নি ইতালিয়ান ফুটবলও। ইতালিয়ান সুপার কাপের ম্যাচও হয়েছে সৌদি আরবে।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply