দুই ডোজ ভ্যাকসিন নিয়েও করোনায় আক্রান্ত ব্রিটেনের স্বাস্থ্যমন্ত্রী

|

দু'বার টিকা নিয়ে কোভিডে আক্রান্ত হয়েছেন ব্রিটেনের স্বাস্থ্যমন্ত্রী।

দুই ডোজ ভ্যাকসিন নেয়ার পরও করোনাভাইরাসে আক্রান্ত হলেন, ব্রিটেনের নতুন স্বাস্থ্যমন্ত্রী সাজিদ জাভিদ।

শনিবার (১৭ জুলাই) রাতে, টুইটারে করোনা আক্রান্ত হবার ব্যাপারটি নিজেই নিশ্চিত করেন তিনি। জানান, হালকা উপসর্গ থাকলেও পিসিআর টেস্টে কোভিড পজিটিভ এসেছে। এ অবস্থায় আইসোলেশনে থেকেই সারবেন দাপ্তরিক কাজ।

এর আগের দিন শুক্রবারই (১৬ জুলাই) প্রধানমন্ত্রী বরিস জনসনের সাথে জরুরি বৈঠক করেন স্বাস্থ্যমন্ত্রী সাজিদ জাভিদ। তবে প্রধানমন্ত্রী বরিস জনসনও কোয়ারেনটাইনে যাবেন কিনা- তা এখনও নিশ্চিত নয়। করোনা শিষ্টাচার লঙ্ঘনের দায় নিয়ে গেলো মাসেই পদত্যাগ করেন স্বাস্থ্যমন্ত্রী ম্যাট হ্যানকক। আগামীকাল থেকেই অবশ্য করোনা বিষয়ক সব বিধিনিষেধ এবং কড়াকড়ি তুলে নেয়ার কথা দেশটির।


তবে দেশটির স্বাস্থ্যবিদদের আশঙ্কা- বিধিনিষেধ তুলে নিলে বহুগুণে বাড়বে করোনার বিস্তার। গেলো ২৪ ঘণ্টায়ও দেশটিতে শনাক্ত হয়েছে সাড়ে ৫৪ হাজারের বেশি মানুষের।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply