সিলেটে একদিনে করোনায় শনাক্ত ও মৃত্যুর রেকর্ড

|

সিলেটে করোনায় শনাক্ত ও মৃত্যুর রেকর্ড।

সিলেট ব্যুরো:

সিলেট বিভাগে আগের সব রেকর্ড ভেঙে শুধু একদিনেই করোনাভাইরাস কেড়ে নিয়েছে ১২ জনের প্রাণ। ১৭ জুলাই সকাল থেকে ১৮ জুলাই সকাল পর্যন্ত ২৪ ঘণ্টায় সর্বোচ্চ সংখ্যক এই ১২ জনের মৃত্যু ঘটে। এর মধ্যে শুধু সিলেট জেলারই ১১ জন। অপরজন মৌলভীবাজার জেলার।

এছাড়া ২৪ ঘণ্টায় করোনা রোগী শনাক্ত হয়েছে ৬৮১ জন। এটাও একদিনে সিলেটে সর্বোচ্চ আক্রান্ত শনাক্তের রেকর্ড। নতুন আক্রান্ত ৬৮১ জনের মধ্যে সিলেট জেলার ২৯০জন।

রোববার দুপুরে স্বাস্থ্য অধিদফতর সিলেট বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) এর কার্যালয়ের কোভিড-১৯ কোয়ারেন্টিন ও আইসোলেশনের দৈনিক প্রতিবেদন সূত্রে এই তথ্য জানা গেছে।

সিলেট বিভাগে করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন এ পর্যন্ত মোট ৫৭০জন। শনাক্ত রোগীর সংখ্যা হচ্ছে ৩৩ হাজার ৩৫ জন। বিভাগে করোনামুক্ত হয়েছেন ২৬ হাজার ৪৭৩ জন।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply