ভারতের মুম্বাইয়ে ভয়াবহ ভূমিধ্বস, কমপক্ষে ২০ জনের মৃত্যু

|

মুম্বাইয়ে ভয়াবহ ভূমিধ্বস।ছবি: সংগৃহীত

ভারতের বন্দরনগরী মুম্বাইয়ে ভয়াবহ ভূমিধ্বসে প্রাণ হারিয়েছে কমপক্ষে ২০ জন। শনিবার, চিম্বুর ও বিক্রলি এলাকায় কয়েকটি বাড়ি ধসে এ হতাহতের ঘটনা ঘটে।

স্থানীয়রা বলছে, টানা বৃষ্টিপাতের কারণেই দেখা দেয় ভূমিধ্বস। ধসে পড়েছে অন্তত ছয়টি বাড়ি। এখনও ধসে ঝুঁকিতে রয়েছে, কয়েকটি ঘর। ধ্বংসস্তূপ ও মাটির নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই মৃত্যু হয়েছে বেশ কয়েকজনের।

নিখোঁজদের সন্ধানে উদ্ধার অভিযান চালাচ্ছে জরুরি দুর্যোগ ব্যবস্থাপনা ফোর্স। তবে মাটি পিচ্ছিল হওয়ায় বেগ পেতে হচ্ছে উদ্ধারকারীদের। হাত দিয়ে মাটি খুঁড়ে বের করা হচ্ছে ভুক্তভোগীদের।

হতাহতদের জন্য আর্থিক ক্ষতিপূরণ ঘোষণা করেছে কেন্দ্রীয় সরকার। ২৪ ঘণ্টার টানা বৃষ্টিতে মুম্বাইয়ের বেশ কিছু এলাকায় সৃষ্টি হয়েছে জলাবদ্ধতা। বন্ধ হয়ে গেছে কিছু অঞ্চলের রেল যোগাযোগ।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply