যুক্তরাষ্ট্রে আবার বাড়ছে সংক্রমণ

|

যুক্তরাষ্ট্রে গত কয়েকদিনে কোভিড সংক্রমিত শনাক্তের সংখ্যা গড়ে ৫৭ হাজারের মতো। হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা গড়ে ২৪ হাজার। সংগৃহীত ছবি।

যুক্তরাষ্ট্রে কোভিড সংক্রমণ আবার বেড়ে যাওয়ায় স্বাস্থ্যবিধি মানার বিষয়ে জোর দেয়ার পরামর্শ দিয়েছে দেশটির জনস্বাস্থ্য সংস্থা। এমনকি দুই ডোজ টিকা গ্রহণকারীদেরও বদ্ধ জায়গায় মাস্ক পরার আহ্বান জানিয়েছেন বিশেষজ্ঞরা।

যুক্তরাষ্ট্রের রোগ নিয়ন্ত্রক সংস্থা (সিডিসি) জানায়, ভ্যাকসিনেশনের পরও ডেল্টা ভ্যারিয়েন্টে আক্রান্ত হচ্ছেন অনেকে। মাস্ক না পরায় বাহক হিসেবে অনেকেই ছড়াচ্ছেন ভাইরাস। তাই করোনার হটস্পটগুলোতে ভবনের ভেতর মাস্ক পরার ওপর গুরুত্ব দেয় প্রতিষ্ঠানটি। বিশেষ করে শিক্ষা প্রতিষ্ঠানে কর্মী, শিক্ষক-শিক্ষার্থীসহ সবাইকে বাধ্যতামূলক মাস্ক পরার নির্দেশনা দেয়া হয়।

যুক্তরাষ্ট্রে গত কয়েকদিনে কোভিড সংক্রমিত শনাক্তের সংখ্যা গড়ে ৫৭ হাজারের মতো। হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা গড়ে ২৪ হাজার। বিস্তার আরও বাড়তে পারে বলেও সতর্ক করেছেন সংক্রমণ বিশেষজ্ঞরা।

যুক্তরাষ্ট্রের রোগ নিয়ন্ত্রক সংস্থার প্রধান বিশেষজ্ঞ ড. অ্যান্থনি ফাউচি বলছেন, এর আগে যে নির্দেশনা দেয়া হয়েছে তা আলফা ভ্যারিয়েন্ট নিয়ে গবেষণার ভিত্তিতে। তবে এখন যেহেতু ভাইরাসের ধরন বদলেছে, তাই দুই মাস আগের নির্দেশনায় পরিবর্তন এনেছে সিডিসি। তিনি উল্লেখ করেন, দুই ডোজ ভ্যাকসিন গ্রহণকারীরাও ডেল্টা ভাইরাসে সংক্রমিত হচ্ছেন এবং সংক্রমণ ছড়াচ্ছেন। তাই বিস্তার ঠেকাতে অফিসসহ বদ্ধ জায়গায় সবার মাস্ক পরা জরুরি।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply