বয়স ২৫ হলেই নেয়া যাবে করোনা টিকা

|

দেশে করোনার টিকা নেয়ার বয়স আরও এক ধাপ কমিয়ে সর্বনিম্ন ২৫ করা হয়েছে।

বৃহস্পতিবার (২৯ জুলাই) স্বাস্থ্য অধিদফতর এই তথ্য নিশ্চিত করেছে। এছাড়া করোনা টিকা নিবন্ধনের ওয়েবসাইট সুরক্ষায় গিয়েও দেখা যায়, বয়সসীমা সর্বনিম্ন ২৫ করা হয়েছে।

উল্লেখ্য, দেশে গত ৭ ফেব্রুয়ারি থেকে করোনার গণটিকাদান কর্মসূচি শুরু হয়। টিকা নেয়ার এই বয়সসীমা ৫৫ বছর থেকে বেশ কয়েক ধাপ কমিয়ে এখন ২৫ করা হলো।

এর আগে, টিকাদানের সর্বনিম্ন বয়সসীমা ৩০ বছর করার সময় জানানো হয়েছিল, ব্যাপকহারে টিকাদান কার্যক্রম ছড়িয়ে দিতেই এই উদ্যোগ নিয়েছে সরকার। তখনই জানানো হয়েছিল, পরের ধাপে আরও পাঁচ বছর কমানো হবে।

তবে রোহিঙ্গা জনগোষ্ঠীর জন্য টিকা গ্রহণের বয়সসীমা এখনও ৫৫ রাখা হয়েছে।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply