ভূমধ্যসাগরে পাওয়া গেছে ২ হাজার বছরের পুরানো জাহাজ

|

জাহাজের খোলের মধ্যে পাওয়া গেছে প্রচুর অ্যাম্ফোরা। প্রাচীন রোমান সাম্রাজ্যে পানীয় রাখার জন্য অ্যাম্ফোরা নামক কলস আকৃতির এই পাত্রগুলো ব্যবহার করা হতো। দ্য গার্ডিয়ানের ছবি।

ভূমধ্যসাগরে পানির নিচে পাওয়া গেছে দুই হাজার বছরের পুরানো একটি জাহাজ। ইতালির সিসিলি দ্বীপের কাছ থেকে সন্ধান পাওয়া এই জাহাজে পাওয়া গেছে প্রাচীন তৈজসপত্র। দ্য গার্ডিয়ানের একটি খবরে জানানো হয়েছে এমন তথ্য।

ইতালির গবেষকরা বলছেন, রোমান এই জাহাজটি পণ্য পরিবহনের জন্য ব্যবহৃত হতো। জাহাজের খোলের মধ্যে পাওয়া গেছে প্রচুর অ্যাম্ফোরা। প্রাচীন রোমান সাম্রাজ্যে পানীয় রাখার জন্য অ্যাম্ফোরা নামক কলস আকৃতির এই পাত্রগুলো ব্যবহার করা হতো। মূলত রাজপরিবারসহ সম্ভ্রান্ত পরিবারগুলোতে এ ধরনের অ্যাম্ফোরা ব্যবহৃত হতো।

গবেষকরা জানান, সাগরের প্রায় ৯২ মিটার গভীরে পাওয়া গেছে এই পাত্রগুলো। ধারণা করা হচ্ছে, এর সাথে অন্যান্য তৈজসপত্রও রয়েছে।

সাগরতলে নিয়মিত গবেষণার সময় এই জাহাজের সন্ধান পাওয়া যায়।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply