পদকের সম্ভাবনা থাকে পদক জয়ের স্বপ্নে

|

চীনের হে বিংজিয়াওয়ের বিপক্ষে পি ভি সিন্ধুর অ্যাকশন। ছবি: রয়টার্স

অলিম্পিকে পদক পাওয়া কঠিন হলেও পদক পাওয়ার স্বপ্ন ও তার বাস্তবায়নেই পদক যেতা সম্ভব। অলিম্পিকে ব্রোঞ্জ জিতে এমন কথাই জানান ভারতীয় ব্যাডমিন্টন তারকা পি ভি সিন্ধু।

সিন্ধুর বাবা একজন খেলোয়াড় হওয়ায় পারিবারিকভাবে অনেক সহায়তা পেয়েছেন এবং পদক পাওয়ার পথ সুগম হয়েছে তার, বলে জানিয়েছেন পি ভি সিন্ধু। অনেকে সানিয়া মির্জার সাথে তাকে তুলনা করলেও টেনিস ও ব্যাডমিন্টন দুটি আলাদা খেলা বলেই মনে করিয়ে দেন সিন্ধু।

সানিয়া মির্জা আর তার মধ্যে কে সেরা, সে সিদ্ধান্ত ভারতের জনগণই নেবে বলে জানান তিনি। সেই সাথে এখন জীবনে তার চিন্তা কেবলই ব্যাডমিন্টন নিয়ে, সে কথাও নিশ্চিত করেন ব্রোঞ্জজয়ী পি ভি সিন্ধু।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply