শেষ খবর পাওয়া পর্যন্ত নিয়ন্ত্রণে এসেছে যাত্রাবাড়ির আগুন।
রাজধানীর যাত্রাবাড়িস্থ একটি ফার্নিচারের দোকানে অগ্নিকান্ডের সূত্রপাত হয়েছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ৫ টি ইউনিট। সর্বশেষ প্রাপ্ত তথ্য অনুযায়ী ফার্নিচারের দোকানের আগুন নিয়ন্ত্রণে এনেছে ফায়ার সার্ভিস।
জানা গেছে, আজ শুক্রবার (৬ আগস্ট) দুপুরে যাত্রাবাড়ি’র মালঞ্চ কমিউনিটি সেন্টার সংলগ্ন একটি ফার্নিচারের দোকানে আগুনের সূত্রপাত হয়। খবর পেয়ে দ্রুততম সময়ের মধ্যে আগুন নিয়ন্ত্রণের কাজ শুরু করে ফায়ার সার্ভিস। দোকানে রাখা ফার্নিচারে আগুন লাগায় সেখানে তীব্র ধোঁয়ার সৃষ্টি হয়।
শেষ খবর পাওয়া পর্যন্ত, ফায়ার সার্ভিসের ৫ টি আগুন ইউনিটের প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে এসেছে। এই অগ্নিকান্ডে হতাহত ও ক্ষয়ক্ষতির পরিমাণ এখনও জানা যায়নি।
/এসএইচ
Leave a reply