পদত্যাগ করলেন আফগান প্রেসিডেন্ট ঘানি, তালেবানের কাছে ক্ষমতা হস্তান্তর প্রক্রিয়া শুরু

|

তালেবান প্রধান মোল্লা আবদুল ঘানি প্রেসিডেন্টের বাসভবনে। ছবি: সংগৃহীত

চতুর্দিক থেকে আফগানিস্তানের রাজধানী শহর কাবুল ঘিরে ফেলেছে তালেবান যোদ্ধারা। এমন পরিস্থিতিতে পদত্যাগ করলেন আফগানিস্তানের প্রেসিডেন্ট আশরাফ ঘানি। খবর ভারতীয় সংবাদ মাধ্যম আনন্দবাজারের।

আফগান সরকার ইতোমধ্যে অন্তর্বর্তীকালীন সরকারের কাছে ক্ষমতা হস্তান্তরও করেছে। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান হিসেবে দায়িত্ব দেয়া হয়েছে আলী আহমদ জালালীকে। ৮১ বছর বয়সী আলী আহমদ জালালী আফগানিস্তানের সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী।

আফগানিস্তানের ভারপ্রাপ্ত স্বরাষ্ট্রমন্ত্রী আব্দুল সাত্তার মিরজাকওয়াল জানিয়েছেন, কাবুলে হামলা হবে না শর্তে তালেবানের সাথে সমঝোতা হয়েছে। আফগান বাহিনী এবং স্পেশাল ফোর্সকে আইনশৃঙ্খলা বজায় রাখার নির্দেশ দেয়া হয়েছে।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply