আন্তর্জাতিক নারী দিবসে গোপালগঞ্জে র‌্যালি ও আলোচনা সভা

|

স্টাফ করেসপন্ডেন্ট,গোপালগঞ্জ

আন্তর্জাতিক নারী দিবসে গোপালগঞ্জে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গোপালগঞ্জ নারী ও শিশু বিষয়ক স্স্থায়ী কমিটির আয়োজনে এবং তৃতীয় নগর পরিচালনা ও অবকাঠামো উন্নতিকরণ (সেক্টর) স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর এর সহযোগিতায় এ র‌্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়।

এদিকে বৃহস্পতিবার সকালে গোপালগঞ্জ পৌর মেয়র কাজী লিয়াকত আলীর নেতৃত্বেও সকল পৌর কাউন্সিলদের অংশগ্রহণে গোপালগঞ্জ পৌরসভা হতে এ উপলক্ষে একটি র‌্যালি বের করা হয়। র‌্যালিটি জেলা শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পৌরসভায় এসে শেষ হয়।

র‌্যালি শেষে গোপালগঞ্জ শিল্পকলা একাডেমিতে এ উপলক্ষে এক আলোচনা সভার আয়োজন করা হয়। আলোচনায় বক্তারা নারী দিবসের গুরুত্ব ও নারী অধিকারের বিভিন্ন দিক তুলে ধরেন।

আলোচনা সভায় গোপালগঞ্জ জেলার জেলা প্রশাসক মোহাম্মদ মোখলেসুর রহমান, জেলা পুলিশ সুপার মোহাম্মদ সাইদুর রহমান খান, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাহাবুব আলী খান, গোপালগঞ্জ সদর উপজেলা চেয়ারম্যান লুৎফর রহমান বাচ্চু ও পৌর মেয়র লিয়াকত আলী লেকু অংশগ্রহণ করেন।

গোপালগঞ্জ শিল্পকলা একাডেমিতে নারী উন্নয়ন মেলার আয়োজন করা হয়। মেলায় ৪ টি স্টল অংশগ্রহণ করে।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply