৯৩ রানের জুটি ভাঙলেন তাইজুল

|

ক্রমেই ভয়ঙ্কর হয়ে ওঠা স্মিথ ওয়ার্নার জুটি ভাঙলেন তাইজুল। অজি অধিনায়ক স্টিভেন স্মিথকে বোল্ড করে প্যাভিলিয়নের ফেরত পাঠিয়েছেন এই বাহাতি স্পিনার। শেষ খবর পর্যন্ত প্রথম ইনিংসে অস্ট্রেলিয়ার সংগ্রহ ২ উইকেটে ৯৮ রান।

মিরপুর টেস্টের মতো চট্টগ্রামেও ইনিংসের শুরুতেই উইকেট হারায় অস্ট্রলিয়া। দলীয় ৫ রানে ম্যাট রেনশ’কে ফিরিয়েছেন মোস্তাফিজুর রহমান। তবে এতে মুশফিকের কৃতিত্বটাই বেশি। লেগ সাইডে ঝাঁপ দিয়ে দারুনভাবে ক্যাচটা ধরেছেন তিনি। এর আগে ৩০৫ রানে থামে বাংলাদেশর প্রথম ইনিংস।

বাংলাদেশের ইনিংসে দ্বিতীয় দিনের শুরুতে আবারও আঘাত হানেন অজি স্পিনার ন্যাথান লায়ন। ফিরিয়েছেন টাইগার অধিনায়ক মুশফিকুর রহিমকে। হাফ সেঞ্চুরির কাছে থেকে নাসিরকেও ফিরিয়েছেন অ্যাগার। পরের দুই উইকেটও নেন স্পিনাররা।

দলীয় সংগ্রহে আজ ১২ রান যোগ করার পর ভাঙে মুশফিক-নাসিরের মূল্যবান ৪৩ রানের জুটি। লায়নের একটি বল রক্ষণাত্মক ভঙ্গিতে খেললেও বল গড়িয়ে এসে আঘাত করে স্ট্যাম্পে। ৬ষ্ঠ উইকেটের দেখা পান অজি অফ স্পিনার। মেহেদি মিরাজকে সাথে নিয়ে ২৮ রান যোগ করার পর অ্যাগারের বলে কট বিহাইন্ড হন ৪৫ রান করা নাসির। এরপর দুই রান নিতে গিয়ে ওয়ার্নারের দারুন থ্রোতে রান আউট হন মিরাজ। তাইজুলকে ফিরিয়ে বাংলাদেশ দলের ইনিংস মুড়ে দেন লায়ন। সেই সাথে শিকার করেন নিজের ৭ম উইকেট।

 


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply