পঞ্চম টেস্টে মাঠে না নেমেই সিরিজ জিতলো ভারত

|

ছবি: সংগৃহীত

ম্যাচ শুরুর ঘণ্টা দুয়েক আগেও জানা ছিল না এমনটা ঘটবে। হঠাৎই বাতিল হয়ে গেলো ইংল্যান্ড ও ভারতের পঞ্চম টেস্ট। এমন সিদ্ধান্তের পেছনে একমাত্র দায়ী করোনাভাইরাস।

ভারতীয় দলে করোনার হানা পড়েছে কয়েকদিন আগেই। আক্রান্ত বিরাট কোহলিদের কোচ রবী শাস্ত্রী। দলটিতে করোনার প্রাদুর্ভাব কমছেই না। তাই আর ঝুঁকি নেয়নি ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি)।

ভারতীয় বোর্ড বিসিসিআইয়ের সঙ্গে আলোচনা সাপেক্ষে ম্যাচ শুরু দুই ঘণ্টা আগে বাতিলের ঘোষণা দেয় ইসিবি।

শুক্রবার এক বিবৃতিতে ইসিবি জানায়, ক্যাম্পের ভেতরে কোভিড আক্রান্তের সংখ্যা আরও বাড়ার আশঙ্কা দেখা দিয়েছে। এ কারণে ভারত দুঃখজনকভাবে দল মাঠে নামাতে পারছে না।

এদিকে ম্যাচ বাতিল হওয়ায় লাভ ভারতেরই হলো। সিরিজ জিতে নিলো ভারত। প্রথম টেস্টের পর সিরিজের বাকি তিনটি ম্যাচেই ফলাফল এসেছে। ভারত চতুর্থ টেস্ট শেষে ২-১ ব্যবধানে এগিয়ে ছিল। স্বভাবতই সিরিজ জয় করেছে বিরাট কোহলির দল।

ইউএইচ/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply