‘নির্বাচিত সাংবাদিকদের চিঠি দিয়ে ব্যাংক হিসাব চাওয়া উদ্বেগজনক’

|

জাতীয় প্রেসক্লাবের সভাপতি ফরিদা ইয়াসমিন।

নির্বাচিত সাংবাদিকদের এভাবে চিঠি দিয়ে ব্যাংক হিসাব চাওয়া খুবই উদ্বেগজনক বলে জানিয়েছেন জাতীয় প্রেসক্লাবের সভাপতি ফরিদা ইয়াসমিন।

শনিবার (১৮ সেপ্টেম্বর) সকালে প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এই কথা বলেন।

ফরিদা ইয়াসমিন বলেন, এভাবে সাংবাদিকদের ব্যাংক হিসাবে চাওয়ায় প্রেসক্লাবের সুনাম ক্ষুন্ন হয়েছে। এই চিঠিতে সাংবাদিকদের নেতৃত্ব ও সাংবাদিকতাকে প্রশ্নবিদ্ধ করা হয়েছে বলেও জানান ফরিদা ইয়াসমিন। এই ধরণের কর্মকান্ড কোনভাবেই কাম্য নয় বলেও জানান তিনি।

এর আগে জাতীয় প্রেসক্লাবের সভাপতি ও সম্পাদকসহ ৪ সংগঠনের ১১ সাংবাদিক নেতার ব্যাংক হিসাব তলব করা হয়। তাদেরকে গত ১৩ সেপ্টেম্বরের মধ্যে এই তথ্য দেওয়ার জন্য অনুরোধ করা হয়েছিল।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply