বিদেশে চাকরি দেয়ার প্রলোভনে অর্থ আত্মসাৎ, আটক ৩

|

ছবি: প্রতীকী

বিদেশে চাকরি দেয়ার প্রলোভন দেখিয়ে অর্থ আত্মসাৎ করা চক্রের তিন সদস্যকে আটক করা করেছে ডিবি পুলিশ।

শুনিবার (১৮ সেপ্টেম্বর) দুপুরে সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়।

সম্মেলনে বলা হয়, রাজধানীর কল্যাণপুর থেকে কবির, শামসুল ও ইয়াসিন নামে তিনজনকে আটক করা হয়েছে। জব্দ করা হয়েছে বিভিন্ন ব্যাংকের চেক বই ও ভুয়া কাগজপত্র। চক্রটি সহজ সরল মানুষকে চাকরির কথা বলে বিপুল অর্থ হাতিয়ে নিয়েছে বলেও জানানো হয় সংবাদ সম্মেলনে।

এদিকে কুমিল্লার বড়ুরা থেকে অস্ত্র ও গুলিসহ দুজনকে আটক করা হয়েছে। তাদেরকে রাজধানীর সবুজবাগের একটি হত্যাচেষ্টা মামলায় গ্রেফতার করা হয়।

এ সময় ইভ্যালির মতো প্রতারণা করে এমন ই-কমার্স প্রতিষ্ঠানের বিরুদ্ধে অভিযান চালানো হবে বলেও জানান ডিবির কর্মকর্তা।

ইউএইচ/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply