চট্টগ্রামে সড়ক সংস্কারে ১ সপ্তাহের আল্টিমেটাম সাবেক প্রশাসকের

|

চট্টগ্রামের দেওয়ানহাট থেকে বিমানবন্দর পর্যন্ত সড়কে ভয়াবহ খানাখন্দ থাকায় দুর্বিষহ হয়ে উঠেছে স্থানীয় মানুষের জনজীবন। সড়কটি সংস্কারে এক সপ্তাহের সময় বেঁধে দিয়েছেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সাবেক প্রশাসক খোরশেদ আলম সুজন।

আজ (২৫ সেপ্টেম্বর) সকালে নগরীর বন্দরটিলা এলাকায় এক মানববন্ধনে এ হুঁশিয়ারি দেন তিনি।

প্রায় সাড়ে তিন হাজার কোটি টাকা ব্যয়ে নগরীর লালখান বাজার থেকে বিমানবন্দর পর্যন্ত নির্মিত হচ্ছে এলিভেটেড এক্সপ্রেসওয়ে। ২০১৯ সালে শুরু হওয়া এ প্রকল্পের ইতোমধ্যে শেষ হয়েছে ৬০ ভাগ কাজ। কিন্তু নির্মাণ কাজ চলাকালীন দেওয়ান হাট থেকে বিমানবন্দর পর্যন্ত সড়কে খানাখন্দে তৈরি হয়েছে নরক যন্ত্রণা।

মানববন্ধনে খোরশেদ আলম সুজন বলেন, আমরা এই অচলাবস্থার দ্রুত পরিত্রাণ চাই। আগামি শুক্রবারের মধ্যে এই অবস্থার পরিবর্তন না হলে এলাকাবাসীকে নিয়ে যান চলাচল বন্ধ করে দেয়া হবে।

মানববন্ধনে উপস্থিত অন্যান্য বক্তারা সড়কের এ দুরাবস্থার জন্য সরকারি সংস্থা ও ঠিকাদারি প্রতিষ্ঠানকে দায়ী করেছেন। তারা বলেন, প্রকল্প চলাকালীন জনদুর্ভোগ লাঘবের কথা বলা হলেও অপরিকল্পিত উন্নয়ন কর্মকান্ডের ফলে তার সুফল জনগণ পাচ্ছে না। ব্যবস্থা না নিলে কঠোর আন্দোলনের ঘোষণা দেয়া হবে বলেও উল্লেখ করেন তারা।

এই প্রকল্পের কাজ ২০২৩ সালের জুনে শেষ হওয়ার কথা রয়েছে।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply