নটিংহ্যামকে হারিয়ে আর্সেনালের সঙ্গে পয়েন্ট ব্যবধান কমালো ম্যানসিটি

|

ছবি: সংগৃহীত

ইংলিশ প্রিমিয়ার লিগে (ইপিএল) নটিংহ্যাম ফরেস্টকে ২-০ গোলের ব্যবধানে হারিয়েছে বর্তমান চ্যাম্পিয়ন ম্যানচেস্টার সিটি। চোট কাটিয়ে মাঠে ফিরেই গোলের দেখা পেয়েছেন আর্লিং হাল্যান্ড। আগের ম্যাচে শীর্ষ দল আর্সেনাল জিতে ব্যবধান চার পয়েন্টে বাড়ালেও ম্যানসিটি তা একে নামালো। আর্সেনালের চেয়ে এক ম্যাচ কম খেলেছে সিটিজেনরা। ৩৪ ম্যাচে গার্দিওলার শিষ্যদের পয়েন্ট ৭৯। আর্সেনাল ৮০ পয়েন্ট নিয়ে এক নম্বরে।

রোববার (২৮ এপ্রিল) নিজেদের ঘরের মাঠ দ্য সিটি গ্রাউন্ড স্টেডিয়ামে ম্যানচেস্টার সিটিকে আতিথ্য জানায় নটিংহ্যাম ফরেস্ট। ম্যাচের প্রথম মিনিটেই আক্রমণ শাণায় নটিংহ্যাম, এক মিনিট বাদে সিটির প্রচেষ্টা ভেস্তে যায় স্বাগতিক রক্ষণে। ম্যাচের শুরু থেকে শিরোপাধারীরা বল দখলে একচেটিয়া আধিপত্য দেখায়।

ম্যাচের ৩২তম মিনিটে সিটিজেনদের লিড এনে দেন ক্রোয়াটদের তারকা ডিফেন্ডার ভার্দিওল। কেভিন ডি ব্রুইনার কর্নারে হেডে বল জালে জড়ান তিনি। ১-০ গোলে এগিয়ে থেকেই বিরতিতে যায় গার্দিওলার শিষ্যরা।

দ্বিতীয়ার্ধের ৬২তম মিনিটে জ্যাক গ্রিলিশকে তুলে আসরে যৌথভাবে সর্বোচ্চ গোলদাতা হাল্যান্ডকে নামান সিটিজেনদের কোচ। তাতে আক্রমণের ধারও বাড়ে সিটির। ৭১তম মিনিটে হাল্যান্ডের নৈপুণ্যে ব্যবধান দ্বিগুণ হয় সিটির। ডি ব্রুইনার দারুণ পাস পেয়ে বক্সে ঢুকে প্রতিপক্ষের একজনের বাধা এড়িয়ে কোনাকুনি শটে গোলরক্ষককে পরাস্ত করেন নরওয়েজিয়ান তারকা।

গোলের উদ্দেশ্যে ম্যানসিটির চেয়ে বেশি শট নিয়েও শেষ পর্যন্ত একবারও জালে বল পাঠাতে পারেনি নটিংহ্যাম। আসরে টানা পাঁচ জয় ও টানা ১৯ ম্যাচ অপরাজিত থেকে শিরোপা ভাগ্য নিজেদের হাতেই রাখলো সিটিজেনরা। ৩৫ ম্যাচে ২৬ পয়েন্ট নিয়ে ১৭ নম্বরে আছে নটিংহ্যাম, অবনমন অঞ্চল থেকে মাত্র ১ পয়েন্ট দূরে।

/আরআইএম


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply