সন্ত্রাসবিরোধী অভিযানের নামে ৪ ফিলিস্তিনিকে হত্যা করলো ইসরায়েলি সেনারা

|

দখলকৃত পশ্চিম তীরে সন্ত্রাসবিরোধী অভিযানের নামে ৪ ফিলিস্তিনিকে হত্যা করলো ইসরায়েলি সেনাবাহিনী। ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে এ তথ্য জানানো হয়।

রোববার (২৬ সেপ্টেম্বর) জেনিন ও জেরুজালেম শহরে হামাস সদস্যদের গ্রেফতারে অভিযান চালায় ইসরাইলি সেনাবাহিনী। অভিযান চলাকালেই মূলত এ গোলাগুলির ঘটনা ঘটে।

ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়, জেরুজালেমের উত্তর-পশ্চিমাঞ্চলে চালানো অভিযানে প্রাণ হারান কমপক্ষে ৩ জন। তারা হলেন আহমেদ জাহরান, মাহমুদ মাইদান ও জাকারিয়া বাদওয়ান। এছাড়া জেনিন শহরে চিরুনি অভিযান চলাকালে প্রাণ যায় ২২ বছরের তরুন ওসামা সাবোহ। অপরদিকে গোলাগুলিতে নিজেদের দুই সেনা আহত হয়েছে বলে দাবি করেছে ইসরায়েল।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply