সমলিঙ্গের বিয়ের বৈধতা দিচ্ছে সুইজারল্যান্ড

|

ছবি: সংগৃহীত।

সুইস ব্রডকাস্টার এসআরজি সম্প্রতি সমলিঙ্গের বিয়ের ওপর এক জরিপের ফল প্রকাশ করেছে। সেই জরিপে দেখা যায়, দেশটির ৬৪ শতাংশ ভোটার সমলিঙ্গের বিয়ের বৈধতার পক্ষে অবস্থান করছে।

রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছে, গণভোটের মাধ্যমে সুইজারল্যান্ডে সমলিঙ্গের বিয়েকে বৈধতা দেয়া হবে।

দেশটির ৬৪ শতাংশ ভোটাররা সমলিঙ্গের মধ্যে বিয়েকে সমর্থন করেছে। এর মধ্য দিয়ে দেশটি পশ্চিম ইউরোপের সাথে ভারসাম্য বজায় রাখল।

অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল এক বিবৃতিতে বলেছে, সুজারল্যান্ডে সমলিঙ্গের বিয়ের বৈধতা প্রদান এক যুগান্তকারী পদক্ষেপ। সকল নাগরিকদের জন্য এটি একটি ‘সমতার মাইলফলক’ হয়ে থাকবে।

তবে সমলিঙ্গের বিয়ের বিষয়টিকে ভালোভাবে নেয়নি দেশটির রক্ষণশীল রাজনৈতিক দলগুলো। তারা এর কঠোর সমালোচনা করে বলছে, এ ধরনের ঐতিহ্য সুইজারল্যান্ড ক্ষতিগ্রস্ত করবে।

সমলিঙ্গের মধ্যে বিয়ের বৈধতা পাওয়ার পর থেকে সমলিঙ্গের দম্পতিরা অন্য পরিবারের সন্তানদের দত্তক নিতে পারবেন। এছাড়া সমকামী দম্পতিরা চাইলে তাদের শুক্রানু প্রদান করতে পারবে।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply