বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা দিতে দুদককে ঢালাও ক্ষমতা দেয়া যাবে না; সংশোধিত রায় ১৫ দিনে

|

ছবি: সংগৃহীত

দুর্নীতি মামলায় বিদেশযাত্রার ক্ষেত্রে আদালতের অনুমতি ছাড়া দুর্নীতি দমন কমিশন, দুদক বাধা দিতে পারবে না, হাইকোর্টের এ আদেশ সংশোধন করে ১৫ দিনের মধ্যে রায় দেবেন আপিল বিভাগ।

রোববার (২৭ সেপ্টেম্বর) আপিল বিভাগ হাইকোর্টের আদেশের বিরুদ্ধে দুদকের আবেদনটি পর্যবেক্ষণসহ নিষ্পত্তি করেন। প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বাধীন আপিল বেঞ্চ এ আদেশ দেন।

এর আগে যে কাউকে, যখন তখন বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা দেয়ার জন্য দুদককে ব্ল্যাঙ্ক চেক বা ঢালাও ক্ষমতা দেয়া যাবে না বলে মন্তব্য করে আপিল বিভাগ। অনুসন্ধানকালে কাউকে বিদেশযাত্রার নিষেধাজ্ঞা প্রদানের জন্য দুদককে আদালতের অনুমতি নিতে হবে বলেও জানানো হয়। হাইকোর্টে এ রায়ের বিরুদ্ধে আপিল করে দুদক।

২০১৬ সালে জুলাই থেকে ২০২১ সালের আগস্ট পর্যন্ত দুদক অনুসন্ধাকালে ৩৬০ জনের এবং মামলার তদন্তকালে ৭৫ জনের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা দেয়।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply