অমাবস্যায় বন্ধ ইলিশ আহরণ; চালের সুষ্ঠু বরাদ্দ চান জেলেরা

|

এই মৌসুমে সাগরে পর্যাপ্ত ইলিশ ধরা পড়লেও ভোলার মেঘনা ও তেঁতুলিয়া নদীতে ছিল ইলিশের খরা। সেই খরা কাটিয়ে উঠলেও মা ইলিশ রক্ষায় কিছুদিন পরই আহরণে নিষেধাজ্ঞা পড়বে। আর এসময় তাদের জন্য বরাদ্দকৃত চাল ঠিকঠাকভাবে বিতরণের আহ্বান জানান জেলেরা।

প্রতিবছর নিষেধাজ্ঞা চলাকালীন জেলেদের জন্য বরাদ্দকৃত সরকারি চাল পেতে পার হয়ে যায় অবরোধকাল। অভাবের সময়ে কাজেই আসে না সরকারি বরাদ্দ। এবারে সময়মতো চাল পৌঁছে দেয়ার দাবি জেলেদের।

ভোলা জেলার মৎস্য কর্মকর্তা এস. এম আজহারুল ইসলাম জানান, নিষেধাজ্ঞা শুরুর আগেই উপজেলায় পৌঁছে যায় বরাদ্দের চাল। সেখান থেকে বিতরণে বিলম্ব হয় কিছুটা। তবে এবার সঠিক সময়ে জেলেদের হাতে খাদ্য সহায়তা পৌঁছে দেয়ার আশ্বাস তার।

৬ অক্টোবর থেকে অমাবস্যা। বিশেষ এই সময়ে যেন বেশি মা ইলিশ ধরা না পড়ে সেজন্য ৪ তারিখ থেকে মৎস আহরণে নিষেধাজ্ঞা দিয়েছে মৎস্য বিভাগ।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply