করোনায় বিশ্বে আরও ৫ হাজার মানুষের মৃত্যু

|

গেলো ২৪ ঘণ্টায় বিশ্বে আরও ৫ হাজার মানুষের মৃত্যু হয়েছে করোনা ভাইরাসে। নতুন করে সংক্রমিত রোগী শনাক্ত হয়েছে সাড়ে তিন লাখের কাছাকাছি।

সোমবার (২৭ সেপ্টেম্বর) সর্বোচ্চ ৭৭৯ জনের প্রাণহানি হয়েছে রাশিয়াতে। দেশটিতে একদিনে শনাক্ত হয়েছে ২২ হাজারের বেশি। এদিনও সংক্রমণের শীর্ষে রয়েছে যুক্তরাষ্ট্র। দেশটিতে একদিনের ব্যবধানে আরও ৫৬ হাজার মানুষের শরীরে শনাক্ত হয়েছে প্রাণঘাতি ভাইরাসটি। মারা গেছেন সাড়ে চারশ মানুষ।

করোনায় দুই শতাধিক করে মানুষের মৃত্যু হয়েছে মালয়েশিয়া, তুরস্ক এবং ব্রাজিলে। ভারতে অনেকটাই কমে এসেছে দৈনিক সংক্রমণের সংখ্যা। ২৪ ঘণ্টায় দেশটিতে শনাক্ত হয়েছে ১৫ হাজার রোগী। এ নিয়ে বিশ্বে মোট সংক্রমণ ছাড়িয়েছে ২৩ কোটি ৩০ লাখ। আর প্রাণহানি হয়েছে ৪৭ লাখ ৬৭ হাজারের বেশি।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply