আর্জেন্টিনা দলে ডাক পেয়েছেন পাওলো দিবালা

|

বিশ্বকাপ বাঁছাই পর্বের জন্য ৩০ সদস্যের দল ঘোষণা করেছে আর্জেন্টিনা। দলে ডাক পেয়েছেন পাওলো দিবালা।

আলবি সেলেস্তাদের সবশেষ স্কোয়াডে বড় পরিবর্তন আনেননি কোচ স্কোলানি। এই মুহুর্তে ইনজুরিতে আছেন দিবালা। কিন্তু বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচের জন্য আর্জেন্টিনায় রাখা হয়েছে য়্যুভেন্টাসের এই ফরোয়ার্ডকে। ইনুজরি মুক্ত হয়ে দলে ফিরেছেন এস্তেবান আন্দ্রাদা। বিশ্বকাপ বাছাইয়ের সবশেষ তিন রাউন্ডের ম্যাচে কোয়ারেন্টাইন জটিলতায় আলোচনায় আসা চার ফুটবলার এমিলিয়ানো বুয়েন্দিয়া, এমিলিয়ানো মার্তিনেস, লো সেলসো ও ক্রিস্তিয়ান রোমেরোর মধ্যে তিন জন ধরে রেখেছে জায়গা। বাদ পড়েছেন কেবল এমিলিয়ানো বুয়েন্দিয়া।

আগামী ৭ অক্টোবর প্যারাগুয়ের বিপক্ষে ম্যাচ খেলবে আর্জেন্টিনা। এরপর উরুগুয়ে ও পেরুর মুখোমুখি মেসির দল।

আর্জেন্টিনা দল:

গোলরক্ষক: ফ্রাঙ্কো আরমানি (রিভার প্লেট) এমিলিয়ানো মার্তিনেস (অ্যাস্টন ভিলা), হুয়ান মুস্সো (আতালান্তা), এস্তেবান আন্দ্রাদা (মন্তেরি)।

ডিফেন্ডার: গনসালো মনতিয়েল (সেভিয়া), নাউয়েল মোলিনা (উদিনেজে), হুয়ান ফয়েথ (ভিয়ারিয়াল), লুকাস মার্তিনেস কুয়ার্তা (ফিওরেন্তিনা), হেরমান পেস্সেইয়া (রিয়াল বেতিস), নিকোলাস ওতামেন্দি (বেনফিকা), ক্রিস্তিয়ান রোমেরো (টটেনহ্যাম হটস্পার), লিসান্দ্রো মার্তিনেস (আয়াক্স), নিকোলাস তাগলিয়াফিকো (আয়াক্স)।

মিডফিল্ডার: মার্কোস আকুনা (সেভিয়া), লেয়ান্দ্রো পারেদেস (পিএসজি), গিদো রদ্রিগেস (রিয়াল বেতিস), নিকোলাস দোমিনগেস (বোলোনিয়া), রদ্রিগো দে পল (আতলেতিকো মাদ্রিদ), এসেকিয়েল পালাসিওস (বায়ার লেভারকুজেন), জিওভানি লো সেলসো (টটেনহ্যাম হটস্পার), আলেহান্দ্রো গোমেস (সেভিয়া), আনহেল দি মারিয়া (পিএসজি)।

ফরোয়ার্ড: লিওনেল মেসি (পিএসজি), নিকোলাস গনসালেস (ফিওরেন্তিনা), হোয়াকিন কোররেয়া (লাৎসিও), লাউতারো মার্তিনেস (ইন্টার মিলান), আনহেল কোররেয়া (আতলেতিকো মাদ্রিদ), লুকাস আলারিও (বায়ার লেভারকুজেন), পাওলো দিবালা (ইউভেন্তুস), হুলিয়ান আলভারেস (রিভার প্লেট)।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply