জাবিতে খুলছে হল, শুরু হচ্ছে ক্লাস; মানতে হবে স্বাস্থ্যবিধি

|

ছবি: সংগৃহীত

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের হল খুলছে আগামী ১১ অক্টোবর। এছাড়াও ২১ অক্টোবর থেকে ক্লাস শুরু হবে বলে সিদ্ধান্ত নেয়া হয়।

আজ শনিবার (২ অক্টোবর) রাতে বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সভা থেকে আসে এ সিদ্ধান্ত। বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ ও সিন্ডিকেট সদস্য অধ্যাপক রাশেদা আখতার বিষয়টি নিশ্চিত করেন।

এদিকে হল খুললেও শিক্ষার্থীদের মানতে হবে স্বাস্থ্যবিধি। এ সময় শিক্ষার্থীরা হলে থেকেই অনলাইনে ক্লাস-পরীক্ষায় অংশগ্রহণ করবেন। শিক্ষার্থীদের স্বাস্থ্য সুরক্ষায় হলে প্রবেশের ক্ষেত্রে তাপমাত্রা পরিমাপের জন্য থাকবে থার্মাল স্ক্যানার, দেয়া হবে হ্যান্ড স্যানিটাইজার ও মাস্ক। ইতোমধ্যে হলগুলোতে স্থাপন করা হয়েছে বেসিন ও বিশুদ্ধ পানির ফিল্টার। আবাসিক শিক্ষকদের দ্বারা গঠিত কমিটি শিক্ষার্থীদের সার্বক্ষণিক পর্যবেক্ষণ করবেন বলে জানা গেছে।

/এসএইচ


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply