ফুট ওভারব্রিজের নিচে আটকে গেলো বিমান (ভিডিও)

|

ছবি: সংগৃহীত।

বিমান থাকবে আকাশে, ফুটওভার ব্রিজ পথচারীদের জন্য। কিন্তু সম্প্রতি আকাশের বিমান আর মাটির ফুট ওভারব্রিজের মেলবন্ধন ঘটেছে। সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া একটি ভিডিওতে দেখা যায়, ফুটওভার ব্রিজের নিচে আটকে গিয়েছে একটি বিমান।

রোববার (৩ অক্টোবর) ভারতীয় গণমাধ্যম জি নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, ভারতের সরকারি বিমানসংস্থা এয়ার ইন্ডিয়ার একটি বিশাল যাত্রীবাহী বিমান দিল্লি বিমানবন্দরের কাছে একটি ফুট ওভার নিচে আটকা পড়ে।

ভিডিওতে দেখা যায়, আটকে পড়া বিমানের পাশ দিয়ে যাচ্ছে যানবাহন।

অবশ্য বিমান আটকা পড়ার রহস্য সম্পর্কে বলেছে এয়ার ইন্ডিয়া। সংস্থাটি জানায়, বিমানটি অনেক দিন ধরে অকেজো। তাই অকেজো বিমানটিকে বিক্রি করে দেয়া হয়েছে। বিমানবন্দর থেকে সরানোর সময় বিমানটি ওই ফুট ওভারব্রিজের নিচে আটকা পড়ে।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply