বিজেপির কেন্দ্রীয় কমিটিতে চিত্রনায়ক মিঠুন

|

ছবি: সংগৃহীত

ভারতের ক্ষমতাসীন দল বিজেপির জাতীয় নির্বাহী কমিটিতে জায়গা পেলেন চিত্রনায়ক মিঠুন চক্রবর্তী। বিজেপির দেয়া এই কমিটির ৮০ সদস্যের মধ্যে ৩৭ জনই কেন্দ্রীয় মন্ত্রিসভার সদস্য।

বৃহস্পতিবার (৭ অক্টোবর) ৮০ সদস্যের নির্বাহী এই কমিটি ঘোষণা করে দলটি।

বিজেপির কেন্দ্রীয় এই কমিটিতে পশ্চিমবঙ্গ থেকে বেশ কিছু আলোচিত মুখ ঠাঁই পেয়েছেন। পশ্চিমবঙ্গ থেকে মিঠুন চক্রবর্তী ছাড়াও কমিটিতে আছেন বিজেপির কেন্দ্রীয় সহসভাপতি দিলীপ ঘোষ। কমিটিতে স্থান পেয়েছেন, স্বপন দাশগুপ্ত, মুকুটমণি অধিকারী, ভারতী ঘোষ ও অনির্বাণ গঙ্গোপাধ্যায়। তবে বাদ পড়েছেন, সাবেক দুই কেন্দ্রীয় মন্ত্রী মেনকা গান্ধী ও তাঁর ছেলে বরুণ গান্ধী। উত্তর প্রদেশে আন্দোলনরত কৃষকদের কয়েকজনকে গাড়িচাপা দিয়ে হত্যার ঘটনার সমালোচনার মুখে পড়েন তারা।

চলতি বছরের ৭ মার্চ বিজেপিতে যোগ দেন মিঠুন চক্রবর্তী। শুরুতে বামপন্থী রাজনীতি করলেও, পরে সিপিএম ও তৃণমূল কংগ্রেসে যোগ দেন তিনি। এছাড়া ২৫ বছর সর্বভারতীয় মজদুর ইউনিয়নের সভাপতিও ছিলেন মিঠুন চক্রবর্তী।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply