‘কম মূল্যে পণ্য কেনার সময়তো সরকারকে জানায়নি, তাই সরকার দায় নিবে না’

|

বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি।

স্টাফ করেসপন্ডেন্ট, রংপুর:

দেশে ২০ হাজার ইকমার্স কোম্পানি রয়েছে। আমরা চাই এটি সম্প্রসারণ হোক। তবে যারা দুর্নীতি করেছে তাদের বিরুদ্ধে যেমন ব্যবস্থা নেয়া হবে ঠিক তেমনি যারা করবে বিরুদ্ধেও ব্যবস্থা নেয়া হবে। কিন্তু গ্রাহকদের দায় সরকার নেবে না, এমনটাই জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি।

শুক্রবার (৮ অক্টোবর) বিকেলে রংপুর মহানগরীর এক শোরুম উদ্বোধন শেষে তিনি সাংবাদিকদের এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, ইকমার্স থেকে যখন গ্রাহকরা কম মূল্যে পণ্য কিনেছে তখন তো তারা সরকারকে অবহিত করেনি। সেকারণে গ্রাহকের দায় নিবে না। কিন্তু অনিয়ম হলে ব্যবস্থা নিবে। ইতোমধ্যেই কয়েকটি প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হচ্ছে। দেশে প্রায় ২০ হাজার ইকমার্স প্রতিষ্ঠান নেয়া হচ্ছে। সব কিছুর ব্যাপারে খোঁজ খবর নেয়া হচ্ছে।

এসময় রংপুর মহানগর পুলিশ কমিশনার মোহা. আবদুল আলীম মাহমুদসহ ব্যবসায়ী নেতারা উপস্থিত ছিলেন।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply