ডি ভিলিয়ার্সকে দেরিতে নামানোয় ক্ষেপেছেন স্টেইন, গাভাস্কার

|

ছবি: সংগৃহীত

ভিরাট কোহলির দল রয়েল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরুর ম্যানেজমেন্টের সিদ্ধান্তে চটেছেন দলটির সাবেক খেলোয়াড় ডেল স্টেইন।
এবি ডি ভিলিয়ার্সকে ছয়ে ব্যাট করতে নামানো মানতে পারছেন না স্টেইন।

গত বুধবার (৬ অক্টোবর) আইপিএলের ৫২ তম ম্যাচে হায়দ্রাবাদের ১৪১ রান তাড়া করতে নেমে ১৩৭ রান তুলতে সমর্থ হয় ব্যাঙ্গালুরু। এই ম্যাচে ৬ নম্বরে ব্যাট করতে নামেন ভিলিয়ার্স। ৩ এ নামেন ড্যান ক্রিস্টিয়ান।

বিষয়টি ভালভাবে নেননি স্টেইন। স্টেইন বলেন, ৬ নম্বরে ব্যাট করতে নামায় বড় স্কোর করতে পারেনি ভিলিয়ার্স। ওর মত খেলোয়াড়ের সাথে এগুলা করা অন্যায়। মাত্র ১৩ বল খেলতে পেরেছে ও। ওকে আরো বেশি সুযোগ দেয়া উচিত।

স্টেইনের মন্তব্যের সমর্থন করেছেন ভারতীয় লিজেন্ড সুনীল গাভাস্কারও। তিনি বলেন, ভিলিয়ার্স শুধু রান করছে বলে নয়, ওর ব্যাটিং ভাল লাগে। তাই চাই ও আরো উপরে ব্যাট করুক। ভিলিয়ার্সকে চার বা পাঁচ নম্বরে পাঠানো উচিত। সবচেয়ে ভাল হয় ম্যাক্সওয়েলকে চারে পাঠিয়ে ভিলিয়ার্সকে পাঁচে পাঠালে।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply