বহুজাতিক কোম্পানির কর নিয়ে ‘ঐতিহাসিক’ চুক্তি

|

ছবি: সংগৃহীত

বহুজাতিক কোম্পানিগুলোকে একটি ন্যায্য করহারের আওতায় আনতে ঐতিহাসিক এক চুক্তিতে পৌঁছেছে ১৩৬ দেশ।

বহুজাতিক প্রতিষ্ঠানগুলোর কাছ থেকে এখন থেকে ন্যূনতম ১৫ শতাংশ কর আদায় করবে এসব দেশ। এর ফলে এসব প্রতিষ্ঠানের কর এড়ানোর পথ বন্ধ হবে বলে মনে করা হচ্ছে। পাশাপাশি এসব প্রতিষ্ঠান যে মুনাফা করবে তার ন্যায্য অংশের করও যেন আদায় করা হয় সেটাও নিশ্চিত করা হবে।

এছাড়াও বিভিন্ন দেশের সরকার করপোরেট প্রতিষ্ঠানের করহার কমানোর যে প্রতিযোগিতা চালিয়ে আসছিল সেটিরও অবসান ঘটবে এই চুক্তির মাধ্যমে। এ চুক্তির জন্য আলোচনা চলছিল গত চার বছর ধরেই। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সমর্থন আর কোভিড-১৯ মহামারীর অর্থনৈতিক অভিঘাত সেই আলোচনাকে আরও বেগবান করে।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply