গণতন্ত্রের জন্য অতি বিপজ্জনক ফেসবুক: নোবেল জয়ী মারিয়া রেসা

|

শান্তিতে নোবেল জয়ী মারিয়া রেসা। ছবি: সংগৃহীত

নোবেল শান্তি পুরস্কার গ্রহণের পরের দিনই ফেসবুকের বিরুদ্ধে সরব হলেন ফিলিপাইনের সাংবাদিক মারিয়া রেসা। গণতন্ত্রের জন্য ফেসবুক বিপজ্জনক বলে মন্তব্য করেছেন তিনি। খবর আনন্দবাজার পত্রিকার।

খবরে বলা হয়, রেসার অভিযোগ, বিশ্বের সর্ববৃহৎ যোগাযোগ মাধ্যমটি ঘৃণা, ভুয়া তথ্য ছড়ানো রুখতে সম্পূর্ণ ব্যর্থ। বহু ক্ষেত্রে দেখা গেছে তথ্য নিয়ে একেবারেই নিরপেক্ষ নয় সংস্থাটি।

ফিলিপাইনের সংবাদ সংস্থা ‘র্যাপলার’-এর প্রধান এই সাংবাদিক একটি সাক্ষাৎকারে বলেন, ফেসবুকের অ্যালগরিদমে সব সময়ে প্রাধান্য পায় মিথ্যা খবর, ক্ষোভ ও ঘৃণায় পরিপূর্ণ সংবাদ।

সম্প্রতি এই একই অভিযোগে আমেরিকান কংগ্রেসের অধিবেশনেও বিদ্ধ হয়েছে ফেসবুক। সংস্থার এক প্রাক্তন কর্মী ফ্রান্সেস হগেন সিনেটে দাঁড়িয়ে বলেছেন, শুধুমাত্র মুনাফা লুটতে মানুষের নিরাপত্তা নিয়ে ছিনিমিনি খেলছে ফেসবুক। সমাজে বিভাজন তৈরি করছে। ছোটদের মানসিক স্বাস্থ্যের ক্ষতি করছে। খুব অল্প বিষয়েই সহমত হতে দেখা যায় রিপাবলিকান ও ডেমোক্র্যাট সদস্যদের। কিন্তু ফেসবুকের বিষয়ে দু’দলকেই একমত হতে দেখা গিয়েছে।

ফেসবুকের কর্ণধার মার্ক জাকারবার্গ অভিযোগ অস্বীকার করে সে দিন বলেছিলেন, তার সংস্থা বহু মানুষকে ব্যবসায় সাহায্য করছে, বহু মানুষকে মিলিয়ে দিচ্ছে। অভিযোগ সম্পূর্ণ সত্য নয়। কিন্তু তাতেও বেশ চাপে রয়েছে সংস্থাটি। রেসার মন্তব্যের পরে এ পর্যন্ত কোনো জবাব দেয়নি ফেসবুক।

মারিয়ার বক্তব্য, বর্তমানে বিশ্বের সর্ববৃহৎ খবর সরবরাহকারী ফেসবুক। কিন্তু প্রায়শই দেখা যায়, তাদের খবর পক্ষপাতদুষ্ট। তথ্য নিয়ে পক্ষপাতিত্ব করে তারা, এমনকি সাংবাদিকতা নিয়েও। যদি তোমার কাছে সঠিক তথ্য না থাকে তাহলে তোমার কাছে সত্যিটাও নেই। সেক্ষেত্রে তোমার কাছে গণতন্ত্রও নেই।

মারিয়া জানান, যদি সত্যিটা না জানানো যায়, তা হলে জলবায়ু পরিবর্তনই হোক বা করোনাভাইরাস, কোনো সমস্যারই সমাধান সম্ভব নয়।

২০২১ সালের সমীক্ষা অনুযায়ী, সোশ্যাল মিডিয়ায় সবচেয়ে বেশি সময় দেয় ফিলিপাইনের লোকজন। ফিলিপাইনের শাসক রদরিগো দুতের্তের কঠোর সমালোচক রেসা বরাবরই প্রেসিডেন্টের সমর্থকদের নিশানায় পড়েছেন।

রেসা জানিয়েছেন, সবটাই তাকে ও তার সংস্থার গুরুত্বকে শেষ করার চেষ্টা। হাতিয়ার হিসেবে ব্যবহার করা হয় সোশ্যাল মিডিয়াকে। এ অবস্থায় ফেসবুকে ছড়ানো খবরের ‘সঠিক ও নিরপেক্ষ’ হওয়া কতটা জরুরি তা বারবার করে মনে করিয়ে দিয়েছেন রেসা।

ইউএইচ/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply