১২ থেকে ১৭ বছর বয়সীদের দ্রুত টিকার আওতায় আনা হবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।
রোববার (১০ অক্টোবর) দুপুরে মহাখালীতে সংবাদ সম্মেলনে মন্ত্রী এসব কথা বলেন।
তিনি বলেন, সম্প্রতি জেনেভা সফরে শিক্ষার্থীদের টিকা দেয়ার বিষয়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধানের সঙ্গে কথা হয়েছে। করোনা সংক্রমণ রোধে স্কুল- কলেজের শিক্ষার্থীদের টিকা দেয়ার বিষয়ে সম্মতি দিয়েছে তারা।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, এখন ফাইজারের ৬০ লাখ টিকা মজুত রয়েছে। এই ৬০ লাখ টিকার ৩০ লাখ দেয়া হবে শিক্ষার্থীদের। এর মধ্যে চলতি মাসে আরও ৭০ লাখ টিকা আসবে। আগামী ডিসেম্বর ও জানুয়ারির মধ্যে দেশে আট কোটি মানুষকে টিকা দেয়া সম্ভব হবে।
জাহিদ মালেক আরও জানান, এখন পর্যন্ত সাত কোটি ২২ লাখ টিকা পেয়েছি। এর মধ্যে তিন কোটি ৬১ লাখ মানুষকে প্রথম ডোজ এবং এক কোটি ৭৯ লাখ মানুষকে দ্বিতীয় ডোজ টিকা দেয়া হয়েছে।
ইউএইচ/
Leave a reply