দুর্গম অঞ্চল থেকে সেনা প্রত্যাহারে রাজি নয় চীন-ভারত

|

ছবি: সংগৃহীত

ভেস্তে গেছে লাদাখে অনুষ্ঠিত ভারত ও চীনের মধ্যকার সামরিক বৈঠক। প্রস্তাবনা নিয়ে মতবিরোধের কারণে সীমান্ত সংকট সমাধানে কোনো ধরনের সিদ্ধান্ত ছাড়াই শেষ হয় এ বৈঠক। দুর্গম এলাকা থেকে সেনা প্রত্যাহারেও রাজি হয়নি কোনো পক্ষ। তবে সামরিক যোগাযোগ রাখতে সম্মত হয় দুই দেশই।

চুসুল-মালদো সীমান্তে রোববার (১০ অক্টোবর) আলোচনায় বসেন দুই দেশের সামরিক কর্মকর্তারা। লাদাখ সীমান্ত নিয়ে উত্তেজনা শুরু হওয়ার পর এ নিয়ে ১৩তম বারের মত সামরিক বৈঠকে বসলো দেশ দুটি।

ভারতীয় সেনাবাহিনীর দাবি, সীমান্ত বিবাদ মেটানোর জন্য তারা গঠনমূলক পরামর্শ দেয়। তবে চীন সে প্রস্তাবে সম্মত হয়নি। এমনকি তারা কার্যকর কোনো প্রস্তাবও দিতে পারেনি। বৈঠকে ভারতের পক্ষ থেকে অভিযোগ জানিয়ে বলা হয়, ফিঙ্গার ও গোগরা এলাকার কাছে এখনও সক্রিয় চীনা সেনাবাহিনী। প্রতিনিয়ত তারা সামরিক সক্ষমতা বাড়াচ্ছে। যেকোনো মুহূর্তে চীনের তরফ থেকে হামলা হতে পারে বলেও জানানো হয়।

তবে চীনের দাবি, ভারতের প্রস্তাব অযৌক্তিক এবং অবাস্তব। যা সমঝোতার ক্ষেত্রে অসুবিধার সৃষ্টি করছে। যদিও যোগাযোগ অব্যাহত রাখা এবং সীমান্ত এলাকায় স্থিতিশীলতা বজায় রাখতে সম্মত হয়েছে দুই পক্ষই।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply