করোনা মহামারিতে মোট প্রাণহানি হয়েছে ৪৮ লাখ ৮১ হাজারের কাছাকাছি। মঙ্গলবারও সাড়ে ৬ হাজারের বেশি মানুষ করোনায় মৃত্যুবরণ করেন।
দৈনিক মৃত্যু ও সংক্রমণ শনাক্তের এখনও শীর্ষে যুক্তরাষ্ট্র। দেশটিতে একদিনে দেড় হাজারের মতো করোনা রোগীর মৃত্যু হয়েছে। ৮৪ হাজার মানুষের দেহে নতুনভাবে মিলেছে ভাইরাসটি।
দ্বিতীয় অবস্থানেই রাশিয়া; ৯৭৩ জনের মৃত্যু লিপিবদ্ধ করলো দেশটি। এদিন ইউক্রেনে ৪৪২ জন ও রোমানিয়ায় ৩৫২ জনের মৃত্যু লিপিবদ্ধ করা হয়েছে।
এছাড়া, গত ২৪ ঘণ্টায় ইরান-তুরস্ক-ফিলিপাইন ও ভারতে দুই শতাধিক মানুষ মারা গেছেন করোনায়। বিশ্বে এখন পর্যন্ত করোনা শনাক্ত হয়েছে ২৪ কোটির কাছাকাছি।
ইউএইচ/
Leave a reply