কাশ্মিরে সাঁড়াশি অভিযানে প্রাণ হারালেন জয়েশ-ই-মোহাম্মদের শীর্ষ কমান্ডার

|

কাশ্মিরে সাঁড়াশি অভিযানে প্রাণ হারালেন জয়েশ-ই-মোহাম্মদের শীর্ষ কমান্ডার

ছবি: সংগৃহীত

জম্মু-কাশ্মিরে সন্ত্রাসবাদ বিরোধী অভিযান চলাকালে প্রাণ হারালেন ‘জয়েশ-ই-মোহাম্মদ’র এক শীর্ষ কমান্ডার। বুধবার বিষয়টি নিশ্চিত করে ভারতীয় নিরাপত্তা বাহিনী।

অভিযানে নিহত কমান্ডারকে শামিম সোফি আকা শাম সোফি হিসেবে চিহ্নিত করেছেন গোয়েন্দারা।

জানানো হয়, গোপন তথ্যের ভিত্তিতে ট্রাল এলাকায় যৌথ অভিযান চালায় সেনা-পুলিশ এবং সিআরপিএফ (CRPF) সদস্যরা। প্রথমে ঐ কমান্ডারকে আত্মসমপর্ণের সুযোগ দেয়া হয়। কিন্তু, সেটি না মেনে পাল্টা হামলা চালায় চরমপন্থিরা। পাল্টাপাল্টি গোলাগুলিতে প্রাণ হারান শামিম।

সন্ত্রাসী তৎপরতার অভিযোগে, ২০০৪ সালে সে গ্রেফতার হয়েছিলো। ভোগ করে দু’বছরের কারাদণ্ডও। মুক্তি পেয়েই, আরও হামলা-ষড়যন্ত্রে যুক্ত হয়ে পড়ে এই কমান্ডার। তার বিরুদ্ধে অস্ত্র কেনাবেঁচা এবং বিদেশি সন্ত্রাসীদের আশ্রয় দেয়ার অভিযোগও ছিলো।

এনএনআর/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply