১২ ঘণ্টা পর চালু হলো থ্রিজি ও ফোরজি ইন্টারনেট সেবা

|

ছবি: সংগৃহীত

প্রায় ১২ ঘণ্টা দেশে মোবাইল ইন্টারনেট সেবা বন্ধ থাকার পর আবারও চালু হয়েছে। শুক্রবার (১৫ অক্টোবর) ভোর ৫টা থেকে বন্ধ ছিল থ্রিজি ও ফোরজি ইন্টারনেট সেবা। তবে যথারীতি চালু ছিল ব্রডব্যান্ড লাইন।

সার্বিক পরিস্থিতি বিবেচনায় শুক্রবার ভোর ৫টা থেকে পরবর্তী ঘোষণা না দেয়া পর্যন্ত বন্ধ ছিল মোবাইলের থ্রি ও ফোর জি ইন্টারনেট সেবা।

যদিও বিটিআরসি’র পক্ষ থেকে বলা হয়েছে, মোবাইলে ইন্টারনেট সেবা কারিগরি ত্রুটির কারণে বন্ধ ছিল। ফোর-জি এবং থ্রি-জি সেবা ফিরিয়ে আনতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাথে কাজ চলছে বলে জানিয়েছিল সংস্থাটি।

এদিকে, মোবাইল ইন্টারনেট বন্ধ থাকায় ভোগান্তিতে পড়েছেন সাধারণ ব্যবহারকারীরা। এর আগে কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার, ব্রাহ্মণবাড়িয়া, রাজশাহী ও চাঁদপুর জেলায় বুধবার থেকে দ্রুতগতির ইন্টারনেট সেবা বন্ধ আছে।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply