ভুয়া র‌্যাব পরিচয়ে প্রতারণার অভিযোগে যুবক গ্রেফতার

|

গাইবান্ধায় এক ভুয়া র‌্যাব সদস্যকে গ্রেফতার করেছে র‌্যাব।

গাইবান্ধা প্রতিনিধি:

ভুয়া র‌্যাব পরিচয় দিয়ে প্রতারণার অভিযোগে গাইবান্ধার পলাশবাড়ী থেকে এনামুল হক (৩০) নামে এক যুবককে গ্রেফতার করেছে র‌্যাব।

সোমবার সন্ধ্যায় পলাশবাড়ী উপজেলার বাসস্ট্যান্ড এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। এনামুলের বাড়ি দিনাজপুর জেলার হাকিমপুর উপজেলার পাঠানপাড়ায়। এনামুল ওই গ্রামের ইয়াত আলীর ছেলে।

রাতে র‌্যাব-১৩ গাইবান্ধা ক্যাম্পের ফ্লাইট লেফটেন্যান্ট মাহমুদ বশির আহমেদ সাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে র‌্যাব জানায়, দীর্ঘদিন ধরে এনামুল হক প্রতারণার সঙ্গে জড়িত। নিজেকে ভুয়া র‌্যাব সদস্য পরিচয়, কখনও র‌্যাবের সোর্স পরিচয়ে এনামুল সাধারণ মানুষের কাছে চাঁদাবাজি ও প্রতারণা করে অর্থ হাতিয়ে নিতেন। একাধিক ভুক্তভোগীর অভিযোগে অভিযান চালিয়ে পলাশবাড়ী উপজেলার বাসস্ট্যান্ড থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারের পর জিজ্ঞাসাবাদে এনামুল ভুয়া র‌্যাব পরিচয়ে প্রতারণা করে অর্থ হাতিয়ে নেয়ার কথা স্বীকার করেছে। প্রতারণার ঘটনায় এনামুলের বিরুদ্ধে পলাশবাড়ী থানায় একটি মামলা হয়েছে।

ইউএইচ/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply