ক্লাসে ফিরেছেন চবি শিক্ষার্থীরা

|

গত দেড় বছর পাহাড়ঘেরা যে ক্যাম্পাসে ছিল নির্জন নীরবতা, আজ থেকে প্রাণ ফিরেছে সেই চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে।

মঙ্গলবার (১৯ অক্টৈাবর) শুরু হয়েছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ক্লাস। গতকাল হল খুলে দেয়া হলে শিক্ষার্থীরা ক্যাম্পাসে ফিরতে শুরু করেন। আজ সকাল থেকে প্রতিটি বিভাগে শিক্ষার্থীরা হাজির হয়। দীর্ঘদিন পর ক্লাসে ফিরতে পেরে খুশি তারা।

করোনার শুরু থেকে সশরীরে ক্লাস বন্ধ থাকলেও অনলাইনে প্রতিটি বিভাগ শিক্ষা কার্যক্রম চালু রেখেছে বলে জানিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। শিক্ষকরা জানিয়েছেন, অনেকদিন পর ক্লাস শুরু হওয়ায় প্রয়োজনে অতিরিক্ত ক্লাস নিয়ে তারা ক্ষতি পুষিয়ে নেবেন।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply