লন্ডনে চিকিৎসাধীন আবদুল গাফফার চৌধুরীর খোঁজ নিলেন রাষ্ট্রপতি

|

সাহিত্যিক আব্দুল গাফফার চৌধুরী ও মাননীয় রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ।

লন্ডন সফররত রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ আজ লন্ডনের একটি হাসপাতালে চিকিৎসাধীন বিশিষ্ট সাংবাদিক, কলামিস্ট ও সাহিত্যিক আবদুল গাফফার চৌধুরীর চিকিৎসা ও স্বাস্থ্যের বিষয়ে খোঁজ-খবর নেন।

হাসপাতালে দর্শনার্থী সংক্রান্ত বিধি নিষেধের কারণে রাষ্ট্রপতি টেলিফোনে খোঁজখবর নেন। এ সময় তিনি ব্রিটেনে বাংলাদেশের হাইকমিশনার সাইদা মুনা তাসনিম এর মাধ্যমে আবদুল গাফফার চৌধুরীকে ফুলেল শুভেচ্ছা প্রেরণ করেন।

বিশিষ্ট সাহিত্যিক আবদুল গাফফার চৌধুরী তার খোঁজখবর নেয়ায় মাননীয় রাষ্ট্রপতিকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান। রাষ্ট্রপতি আবদুল গাফফার চৌধুরীর আশু আরোগ্য কামনা করে আশা প্রকাশ করেন তিনি সুস্থ হয়ে শীঘ্রই স্বাভাবিক জীবনে ফিরে আসবেন।

/এসএইচ


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply